| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঢাকায় মানবাধিকার পরিষদের অফিস স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী : সাধারণ আলেম সমাজ


ঢাকায় মানবাধিকার পরিষদের অফিস স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী : সাধারণ আলেম সমাজ


রহমত নিউজ     31 October, 2024     09:24 PM    


ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ আলেম সমাজ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের শুরুতেই স্বাগত বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন সংগঠনটির আহ্বায়ক মুফতী রিদওয়ান হাসান। তিনি বলেন, সাধারণ আলেম সমাজ বাংলাদেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ সংগঠন হিসেবে মনে করে, জাতিসংঘের এমন পদক্ষেপ দেশের আভ্যন্তরীণ জাতীয় ঐক্য, স্থানীয় সামাজিক আইন এবং ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ বৈদেশিক প্রভাবমুক্ত মানব উন্নয়ন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস এ দেশের জনগণ তাদের নিজস্ব ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মানবাধিকার রক্ষায় যথেষ্ট সচেষ্ট।

জাতিসংঘের প্রস্তাব ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মান করি। তবে আমাদের চাওয়া হলো, দেশীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করুক। একইসাথে বৈশ্বিক আগ্রাসন প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার মাধ্যমে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করা হোক। 

প্রতিবাদ সমাবেশে লেখক ও এক্টিভিস্ট আসিফ আদনান বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে প্রতিবাদ কেবল আলেম সমাজের কাজ নয়, এটা দেশের সকল নাগরিকের দায়িত্ব। মানবাধিকার বিষয়টি শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এর আড়ালে তারা দুনিয়াব্যাপী সমকামিতা ও ট্রানজেন্ডারকে প্রমোট করে আসছে। তাছাড়া মানবাধিকারের কার্যালয় অনুন্নত ও সংঘাতপ্রবণ দেশে রয়েছে এবং শ্রীলংকায় দশ বছর দেন-দরবার করেও তারা সেখানে কার্যালয় স্থাপন করতে পারেনি। 

তানজিল আরেফিন আদনান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বিগত ১৫ বছরে যখন দেশে গুম হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল, তখন জাতিসংঘের মানবতাবোধ কোথায় ছিল? এখন দেশ স্বাধীন। দেশে জাতিগত সংঘাতও নেই। সুতরাং এখন এই কার্যালয়ের প্রস্তাব মূলত স্বার্থান্বেষী মহলের প্রভাব বিস্তারের অপকৌশল ছাড়া কিছুই নয়। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শিক্ষক ও খতিব মুফতী সাব্বির আহমদ, লেখক ও এক্টিভিস্ট এম মাহবুবুর রহমান, এক্টিভিস্ট আবু মুহাম্মদ রাফিউজ্জামান প্রমুখ।  

এ সময় সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের বিরোধিতা এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারসহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।    

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাহমুদুল হক জালীস, রকিব মুহাম্মদ, উমারা হাবিব, ইউসুফ আহমাদ, মাসউদুর রহমান। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা